নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রুজান নামে ১৩ বছরের এক কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছেনা। সে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের ক্বারী মৃত এশরাম উদ্দিন ওরপে নফল মিয়ার ছেলে। রুজানের পারিবারিক সূত্র জানায়, গত ১৫ নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে বাড়ী থেকে ইনাতগঞ্জ তার আত্মীয় বাড়ীতে যাওয়ার উদ্যেশ্যে রওয়ানা হয়। মহাসড়কের মেলার বাজার থেকে গাড়ীযোগে সৈয়দপুর বাজারে আসার জন্য যাত্রাবাহি অজ্ঞাতনামা একটি সিএনজি অঠোরিক্সাতে উঠে। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। তার স্বজনরা সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও সন্ধান পাচ্ছেননা। কোন ব্যক্তি সন্ধান পেলে ০১৭৯৫-০৫৫৬৯৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।