প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২২ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিশের সিলেট বিভাগীয় সম্মেলন সফলের লক্ষে নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকালে নবীগঞ্জ শহরের অস্থায়ী কার্য্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা খেলাফত মজলিশের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল্লা নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওঃ আব্দুল মজিদ, সহ-সভাপতি মাওঃ অলিউর রহমান, আব্দুল বছির, সাধারণ সম্পাদক হাফেজ নাজমুল হুদা, মুফতি মাওঃ আবু ইউসুফ চৌধুরী, মাওঃ মাহমুদুল হাসান, মাওঃ আবুল হাসান, মাওঃ আবু সালেহ, মাওঃ ছালেহ আহমদ, মাওঃ বশির আহমদ, মাওঃ আব্দুর রকিব, মাওঃ মোজাহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগন আগামী ২২ নভেম্বর শনিবার সিলেট রেজিষ্ট্রারী মাঠে বিভাগী মহাসমাবেশকে সফল ও স্বার্থক করে তুলতে সকল নেতাকর্মীকে দলে দলে যোগদান করার আহবান জানান। সভাপতির বক্তৃতায় হাফেজ মাওঃ আব্দুলাহ নেজামী বলেন খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে হবে।