স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর ধুলিয়াখাল এলাকায় একটি হত্যা মামলা থেকে বাঁচতে বাদীর ভাইকে অপহরণ করে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটে গতকাল বুধবার সন্ধ্যায়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দুলিয়াখাল এলাকার আব্দুল গফুরের পুত্র আবুল বাশারকে গতকাল দুলিয়াখাল পয়েন্ট থেকে জোর পূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় একই এলাকার আউয়াল মিয়া, আব্দুল হাই, মুুজাহিদসহ কয়েকজন লোক। পরে তাকে বহুলা এলাকায় একটি ঘরে আটকে রেখে হত্যার চেষ্টা চালায়। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় জনতার সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে গুরুতর অবস্থায় http://www.banglaconverter.com/images/unicode-box.jpgহবিগঞ্জ সদর হাসপাতালে ভর্র্তি করা হয়। এ ব্যাপারে সদর থানায় রাতেই একটি মামলা দায়ের করা হয়। উল্লেখ্য আবুল বাশারের ভাই আবুল হাসানের সাথে একটি হত্যা মামলা নিয়ে আউয়াল মিয়ার বিরোধ চলে আসছে। এরই জেরধরে তাকে গতাকাল অপহরণ করে হত্যার চেষ্টা চালায় আউয়াল মিয়া ও তার সহযোগীরা।