প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা যুুবলীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেওয়ান ফরিদ গাজীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, নুরুল আমিন, পৌর যুবলীগ সভাপতি সফিকুজ্জামান হিরাজ ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাহ মোঃ আরজু, কাউন্সিলর নূর হোসেন, সামছু মিয়া, আব্দুর রউফ মাসুক, সফিউল আলম ফরহাদ, মোতাহের হুসেন রিজু, শাহজাহান কবির ও সৈয়দ রাশিদুল হক রোজেন।