সদর উপজেলার পইল গ্রামে গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত চক্ষু শিবির সফল করায় লায়ন্স ক্লাব অফ নারায়নগঞ্জ গ্রেটারের চেয়ারম্যান লায়ন প্রদীপ কুমার পোদ্দার, সেক্রেটারি লায়ন আবু হানিফ, সদস্য লায়ন মনোজ কান্তি সাহা, লায়ন নাসির চৌধুরীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। গত ১৪ নভেম্বর চক্ষু শিবিরের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার এ.টি.এম. আব্দুর রকিব চৌধুরী। চক্ষ শিবিরে হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, বাহুবল, লাখাই এবং বানিয়াচং উপজেলা হতে আগত প্রায় ৭০ জন বাছাইকৃত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষ পরীক্ষা, সেলাইবিহীন ছানি অপারেশনের মাধ্যমে চোখে লেন্স সংয়োজন করা হয়। এছাড়াও প্রত্যেক অপারেশনকৃত রোগীর জন্য বিনামূল্যে অপারেশন পরবর্তী এক মাসের ঔষধ ও কালো চশমা সরবরাহ করা হয়। শিবিরের অন্যান্য সেবার মধ্যে ছিল আউটডোরে চক্ষ পরীক্ষা, চশমার ব্যবস্থাপত্র, অপারেশন পূর্ববর্তী নেত্রনালী পরীক্ষা, চোখের প্রেশার পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষার সুযোগ।
আউটডোরে সেবা গ্রহনকারী সহস্রাধিক রোগীকে রোগের ধরন অনুযায়ী বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
লায়ন্স ক্লাব নারায়নগঞ্জের সহ সভাপতি প্রাক্তন সহযোগী অধ্যাপক ডাক্তার সৈয়দ হামেদুল হকের তত্ত্বাবধানে অস্ত্রোপাচারে সহকারি হিসেবে ছিলেন নারায়নগঞ্জ হতে আগত মেডিক্যাল এসিস্ট্যান্ট অনুতম বনিক, পিযুষ কান্তি রায়, শহিদুল আজম, নুরুন্নাহার রুনা ও নুরজাহান বেগম। স্থানীয় আয়োজক হিসেবে এনাম স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফ সহ সকল সদস্য এবং সর্বোপরি পইল ইউনিয়নের সর্বস্তরের জনগনকে তাদের সহযোগীতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।