নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলির নেতৃত্বে হবিগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এর নাম চার্জশিট থেকে প্রত্যাহারের দাবিতে নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র দলের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক কাউছার আলম, ছাত্রদল নেতা তপন মালাকার, রাজিব ভট্টাচার্য্য, মিলটন চৌধুরী, বাপ্পি আচার্য, উজ্জল চৌধুরী, জাহেদুর রহমান, মুজাক্কির, সুকাš- দাশ, অলিউর রহমান, সামিউজ্জামান, সাফিউর রহমান, বিপ্লব, জুনেদ আহমেদ, সুহাগ আহমেদ, সুয়েব আহমেদ, সৈয়দ শিহাব, শুভ আহমেদ, হাসান আহমেদ, তাসিন আহমেদ, সৌরভ আহমেদ, হোসাইন আহমেদ, জুটন, পিকু, পংকজ, শাহানাজ, চয়ন, রনজিত, অঞ্জন, শাহিন,পাপ্পু, জুবেল, রাজন, সাইদুর, অনিক, অলিউর, সালামিন, মিঠুন, সমর, আলমগীর, মিজান, কামরুল, জসিম, আশিক, আসাদুল, রুবেল, রিমন, বিকাশ, সুমন, রাহিম, নয়ন, দবির, লেবু, সঞ্জয়, মুশাহিদ প্রমুূখ। মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।