স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভার কাউন্সিলর জলিলের বিরুদ্ধে রাস্তা দখল ও সলিং উত্তোলনের অভিযোগ তদন্ত করেছেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর।
অভিযোগে জানা যায়, পৌর শহরের চন্দনার বাসিন্দা কেরামত আলী বাদী হয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিলের বিরুদ্ধে যাতায়াতের রাস্তা ও পৌরসভা কর্তৃক টেন্ডারকৃত সলিংয়ের ইট উত্তোলন এর অভিযোগে ১০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেন। এর অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার হবিগঞ্জ, উপজেলা চেয়ারম্যান চুনারুঘাট, মেয়র, পৌরসভা চুনারুঘাট ও অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা প্রেরণ করা হয়। অভিযোগে আরো জানা যায়, কেরামত আলী ও আব্দুল জলিল কাউন্সিলর একই এলাকার বাসিন্দা এ সুবাধে উক্ত রাস্তা দিয়ে এলাকার বাসিন্দারা আসা যাওয়া করে। যাতায়াতের সুবিধার জন্য ২০১১ সনে ওই রাস্তাটি পৌরসভা কর্তৃক টেন্ডারের মাধ্যমে ইটসলিং করা হয়। পৌরসভার সলিং করা রাস্তার ইটগুলো উঠিয়ে ফেলে দেয় কাউন্সিলর আব্দুল জলিল। তাই রাস্তাটির পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। ফলে যাতায়াতে নাগরিক বিঘœতা সৃষ্টি হয়। এর প্রতিকার চেয়ে উল্লেখিত দপ্তরে কেরামত আলী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন।