বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভায় এমপি আবু জাহির- কথায় বা প্রতিশ্র“তিতে নয়-আমি কাজে বিশ্বাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন গত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ও লাখাইবাসী আমাকে বিপুল ভোটে ব্যাবধানে এমপি নির্বাচিত করার পর থেকে জনগণের শাসক নয় সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমি হবিগঞ্জের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যখন যে দাবি উত্থাপন করেছি আমার প্রাণপ্রিয় নেত্রী সকল দাবি মেনে নিয়েছেন। ইতোমধ্যে হবিগঞ্জের মানুষের প্রাণের দাবি একটি অত্যাধুনিক স্টেডিয়াম, ২৫০ শয্যা বিশিস্ট আধুনিক সদর হাসপাতাল, আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবন নির্মাণ, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, বিকেজেসি সরকারী বালিকা বিদ্যালয়ে ডাবল শিফট চালু, হবিগঞ্জ পৌরবাসীর বিদ্যুৎ সমস্যা নিরসনকল্পে নির্বাহী প্রকৌশলী কার্যলয় স্থাপন এছাড়াও হবিগঞ্জের বিচারপ্রার্থী জনগণের ও আইনজীবিদের প্রাণের দাবি প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে জুডিসিয়াল ভবন নির্মাণ ইতোমধ্যে সম্পাদন করেছি এবং হবিগঞ্জ পৌরবাসীর যানজট সমস্যা নিরসনকল্পে কামড়াপুর ব্রীজ হতে সদর উপজেলাধীন পাইকপাড়া হয়ে নছরতপুর পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ করেছি। আমি কথায় বা প্রতিশ্র“তিতে নয় কাজে বিশ্বাসী। তাই প্রধানমন্ত্রীর নিকট থেকে এই কাজগুলো বাস্তবায়ন করেছি। আগামী ২৯ তারিখ হবিগঞ্জ পৌরবাসী যদি আমাকে সাবির্ক সহযোগিতা করে সর্বকালের বৃহৎ জনসভায় রূপান্তরিত করে তাহলে অবশ্যই হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে আমার প্রাণপ্রিয় নেত্রীর নিকট থেকে অবশ্যই আদায় করে ছাড়বো ইনশ্ল্লাাহ। তিনি গতকাল সন্ধায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে সন্ধা ৭টায় স্থানীয় আরডি হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাদ চৌধুরী সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ নেতা পার্থ সারথি রায় এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বিশিস্ট মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরী, মোঃ শরীফ উল্লাহ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ও স্পেশাল পিপি এডভোকেট আবুল মনসুর, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটো। উক্ত সভায় বিশেষ অতিথিসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, পৌর আওয়ামী লীগ নেতা শাহবাজ চৌধুরী, ফরহাদ হোসেন কলি, ভুবন দত্ত, ইয়াহিয়া চৌধুরী প্রমূখ।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, এডভোকেট শাহ ফখরুজ্জামান, এডভোকেট আব্দুল মোতাক্কিন খোকন, পৌর আওয়ামী লীগ নেতা বাবু স্বপন লাল বণিক, সুজিত বণিক, মোঃ হিরাজ মিয়া, মোঃ হাবিবুর রহমান খান, মোঃ রজব আলী, মিজানুর রহমান মিজান, জিয়া উদ্দিন জিয়া, হাসানুজ্জামান বাচ্চু, মানিক মিয়া, জেলা যুবলীগ নেতা এডভোকেট এনাম আহমেদ, পৌর যুবলীগ নেতা এডভোকেট এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম আজাদ প্রমূখ। মতবিনিময় সভায় হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামছুদ্দিন আহমেদ শামছু এর অকাল মৃত্যুতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালনসহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com