প্রেস বিজ্ঞপ্তি ॥ নিম্বার্কীয় দর্শন প্রচারকারী অখিল ভারতীয় বৈষ্ণব চতুঃ সম্প্রদায়ী শ্রীমহন্ত গুরু পরম্পরার ৫৭ তম আচার্য্য শ্রীশ্রী ১০৮ স্বামী রাস বিহারীদাস কাঠিয়াবাবা মহারাজজীর হবিগঞ্জে শুভাগমন উপলক্ষে আগামী ১৯ ও ২০ শে নভেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় এক ধর্ম সভার আয়োজন করা হয়েছে। উক্ত ধর্ম সভায় হিন্দু জনসাধারণকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজকবৃন্দ।