প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী এস.এম.কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীটে ষড়যন্ত্রমুলক ও রাজনৈতিক পায়দা হাসিলের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা, সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ’র নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে মাধবপুর পৌর বিএনপি। গতকাল শনিবার এক বিবৃতিতে পৌর বিএনপির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলী বলেন- হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র জি কে গউছ একজন পরিচন্ন রাজনীতিবিদ। তিনি কিবরিয়া হত্যা সাথে জড়িত থাকতে পারেন না। ওই সময় তিনি পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আররে অবস্থান করছিলেন। কিন্তু তারপরও ষড়যন্ত্রমুলক ও রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই এই মামলায় অন্তর্ভূক্ত করা হয়েছে। অবিলম্বে এই মামলা থেকে তাদেরকে পুনঃতদন্তের মাধ্যমে অব্যাহতি দেওয়ার আহবান জানান।