স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ সাগর দীঘির পশ্চিম পাড়ের দু®কৃতিকারী, সন্ত্রাসী, মাদকসেবী মুয়াজ উদ্দিন ও রেজান উদ্দিনের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এরা সামাজিক আচার বিচার বা আইনের তোয়াক্কা করে না। এদের ভয়ে লোকজন নিরবে তাদের অত্যাচার সহ্য করে যাচ্ছে। এরা বিভিন্ন লোকজনকে জিম্মি করে অত্যাচার নির্যাতন করে আসছে। চার মহল্লার চান্দের জনগণ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। মৃত মহরম উল্লার পুত্র মুয়াজ উদ্দিন ও রমজান আলরি পুত্র রেজান উদ্দিন এর অত্যাচার থেকে রেহাই পেতে এলাকাবাসী পুলিশ সুপার, বানিয়াচঙ্গ থানার ওসির নিকট আবেদন জানিয়েছেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে চাদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মুয়াজ উদ্দিন ও রেজান উদ্দিন এর বিরুদ্দে কয়েকটি মামলা হয়েছে।
এ ব্যাপারে সান্দ সর্দার প্রিন্সিপাল আব্দাল হোসেন খান বলেন, তাদের বেপরোয়া ও উদ্বত্য আচরন সীমা লংঘন করেছে। চার মহল্লার সান্দের বিশিষ্ট মুরুব্বী বীর মুক্তিযোদ্ধা বাবু রমেশ চন্দ্র পান্ডে দোলন জানান, এদের উৎপাতে এলাকাবাসী অতিষ্ট। আমরা এদের হাত থেকে নি®কৃতি চাই। তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়।