চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের ঐতিহ্যবাহী ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকাসহ জেলার বিভিন্ন স্থান থেকে ডিসিপি হাই স্কুল মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। দুপুর ২টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিকাল ৩টায় ঢাকা জেলা একাদশ ও কিশোরগঞ্জ জেলা একাদশের মধ্যে সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। খেলার প্রথমার্ধে কোনদল গোল করতে পারেনি। খেলার দ্বিতীয়ার্ধে ঢাকা একাদশ (২-০) গোলে কিশোরগঞ্জ জেলা একাদশকে হারিয়ে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়। খেলা পরিচালনা করেন শহিদুল ইসলাম লাল। সহকারী রেফারী ছিলেন লিটন মিয়া, আব্দুল মজিদ। চতুর্থ রেফারী ছিলেন আব্দুল মুতালিব মমরাজ। বিজয়ী ঢাকা জেলা একাদশ দল স্বাগতিক হবিগঞ্জ জেলা একাদশের সাথে ফাইনাল খেলায় মুখোমুখি হবে। খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুলতান আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিউল আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাট থানার ওসি শেখ কবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, আইয়ূব আলী তালুকদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, চুনারুঘাট খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মিয়া কাউন্সিলর, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কাউন্সিলর, হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, হুমায়ূন কবীর সাহেদ, সাংবাদিক শাহ্ ফখরুজ্জামান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চুু, সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ফারুক মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, ক্রীড়া সংগঠক শফিউল আলম সাফি, চুনারুঘাট ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক নাসির উদ্দিন, চন্দ্রকুমার দেবনাথ, আকছির মিয়া, রিপন মিয়াসহ হাজার হাজার দর্শক।