প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী গুমের প্রতিবাদে এবং তাকে ফিরে পাওয়ার দাবীতে আজ সোমবার বাদ মাগরীব হযরত শাহজালাল রহ.’র মাজার মসজিদে দোয়া মাহফিল এবং বুধবার বিকেল ৩টায় সিটি পয়েন্ট থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সফল করার জন্য আহবান জানিয়েছেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ মকন মিয়া চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মকসুদ আলী, সদস্য সচিব এডভোকেট এটিএম ফয়েজ, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল কবীর বাদশা, সদস্য সচিব আব্দুশ শহীদ, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউল বারী খুর্শেদ, সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ প্রমুখ।