রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জ জেলা বিএনপি ৩ ভাগে বিভক্ত

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩
  • ৪৬৪ বা পড়া হয়েছে

আব্দুল হালীম ॥ দেশের ৬৩টি জেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠন যখন আওয়ামীলীগ ও পুলিশের সাথে মুখোমুখী অবস্থানে ঠিক তখনও হবিগঞ্জ জেলার বিএনপির নেতা-কর্মীরা ৩ গ্র“পে বিভক্ত রয়েছে। ক্ষমতার মোহ ও নিজেদের নেতাগিরি জাহির করতেই এ গ্র“পিং বলে মনে করেছেন দলটির পরীক্ষিত ও প্রবীন নেতৃবৃন্দরা। এমন ঘটনা আছে যে কারনে পুলিশ তো আছেই খাকি পোশাক পড়া পোষ্ট অফিসের ডাক পিয়ন দেখলেও ভয়ে পালিয়ে যায় দলের নেতা-কর্মীরা।
জানা যায়, বেশ কয়েক বছর যাবত জেলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান, জেলা ড্যাব সভাপতি ডাঃ আহমদুর রহমান আবদাল, জেলা শ্রমিক দল সভাপতি ইসলাম তরফদার তনু, জেলা বিএনপির সাংগঠনি সম্পাদক এনামুল হক সেলিম একাধিক গ্র“পের নেতৃত্ব দিয়ে আসছেন। বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচী ও দলীয় কর্মকান্ড, হরতাল, মিছিল শোভাযাত্রা, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ও মৃত্যু দিবসসহ নানা কর্মসূচী দীর্ঘদিন যাবত পৃথকপৃথকভাবে পালিত হয়ে আসছে। এতে করে এক গ্র“পের নেতা-কর্মীদের মধ্যে অন্য গ্র“পের বিভেদ বৃদ্ধি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত যুবকরাও বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে। এছাড়া দলীয় প্রভাব খাটিয়ে চলছে নানা অনিয়ম।
এদিকে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন দীর্ঘদিন যাবত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে। সেখানে হবিগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়িতে ব্যস্থ্য হয়ে পড়েছে। এমনকি বিএনপির যখন চরম দূর্দিন তখনও বিএনপির নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত। গতকাল শুক্রবার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনুর নেতৃত্বে এক গ্র“প পৌর মাঠ থেকে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরানের নেতৃত্বে এক গ্র“প মুসলিম কোয়ার্টার থেকে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আহমদুর রহমান আবদালের নেতৃত্বে অপর গ্র“প মুসলিম কোয়ার্টার থেকে মিছিল শুরু করে। মিছিল ৩টি বিকেল সাড়ে ৫টায় মুসলিম কোয়ার্টার এলাকায় পৌছলে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নিজেদের মধ্যে সংঘাতের আশংকা দেখা দেয়ায় সিনিয়র নেতৃবন্দের হস্ত-ক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে দলের প্রবীণ নেতারা বলেন, বিএনপি এখন এমন অবস্থায় গেছে সদর থানার এক ওসির রক্তচক্ষু দেখলেই অনেকের প্যান্ট ভিজে যায়। সেখানে কেন্দ্রের নির্দেশে যখন ঢালাও ধরপাকড় এবং সাড়াশি অভিযান শুরু হবে তখন কি হবে এ প্রশ্ন একাধিক নেতাদের। শুধু তাই নয় বিএনপির মধ্যে এভাবে গ্র“পিং চলতে থাকালে ভবিষ্যতে হবিগঞ্জে ১৮ দলের শরীকরা কোন কর্মসূচীতে অংশ নেবেনা বলেও জানান নেতৃবৃন্দরা। তারা বলেন, বিএনপির গ্র“পিং এর জন্য শরীকরাও নানা ঝামেলায় পড়তে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com