সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এন হান্সমেন্ট প্রজেক্ট’ (সেকায়েপ) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও এলজিইডি বাহুবলের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান শফিক, হাবিবুর রহমান চৌধুরী টেনু, মোঃ আব্দুল আউয়াল, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, উপজেলা প্রকৌশলী নাজির আহমদ, বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার কাওছার আহমদ, শিক্ষানুরাগী হিফজুর রহমান আবুবকর, ডিএনআই প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়া, এস এম নোমান, মাওলানা আবু তয়িব মোঃ নজিব, উস্তার মিয়া তালুকদার, কানু চন্দ্র দেব, সমরেশ ভট্রাচার্য্য প্রমুখ।