স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল ভবনে ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি সুভাষ চন্দ্র দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ ফনি ভূষন দাস, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শোয়েব আহমেদ, সমিতির কার্যকরী পরিষদের সদস্য জগদীশ চন্দ্র মোদক, হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান সোহাগ, ডাঃ এম আবরার জাবের, ডাঃ আল-আমিন সুমন, ডাঃ আশফাক উদ্দিন আরিফ, ডাঃ ফাতেমা খানম, রোগীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ রজব আলী, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস এর পক্ষে বক্তব্য রাখেন- কায়কোবাদ, শ্যামল, শোয়েব, আসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন ডায়াবেটিক সমিতির হেলথ এডুকেটর মোঃ সামছুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় অফিস সেক্রেটারী মোঃ ফজলুল করিম। এর আগে ডায়াবেটিক হাসপাতাল থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।