স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ইন্ডিয়ান হারবাল প্রতিষ্ঠানের ২জনকে কারাদণ্ড ও জরিমানা এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন-প্রতিষ্ঠানের কর্মচারী বরিশাল জেলার মেন্দিগঞ্জ থানার শ্যামপুর উত্তরচর গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে ইউসুফ মিয়া (৩০) ও একই এলাকার আদুরাকান্দি গ্রামের আব্দুল মন্নান খানের ছেলে জলিল খান (২৭)। গতকাল দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম ও ম্যাজিস্ট্রেট রুবাইয়াত আফরোজ এর নেতৃত্বে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় ইন্ডয়ান হারবাল কোম্পানীর প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, কুরচিপুর্ণ প্রচারণা এবং সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে উল্লেখিত দুই জনের প্রত্যেককে ৭দিনের কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক পালিয়ে যান।
অপরদিকে নতুন ব্রিজ এলাকায় আল মদিনা এন্টারপ্রাইজকে ক্ষতিকর উত্তেজক ওষুধ রাখার দায়ে সীলগালা করা হয়।