স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমুলকভাবে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সম্পৃক্ত করার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল সন্ধ্যায় যুবদল, কৃষকদল ও ছাত্রদলের উদ্যোগে শহরের পৌরসভার সামন থেকে মিছিলটি শুরু করে তিনকোনা পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। এ সময় শহরের প্রধান সড়ক অবরোধ করা হয়। পরে জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদের পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চুু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, যুবদল নেতা নুরুল ইসলাম নানু, জেলা ছাত্রদল নেতা এমদাদুল হক ইমরান, মতিউর রহমান মতি, কামাল শিকদার, শাহ মশিউর রহমান কামাল, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, এডঃ আব্দুল কাদির, সালাউদ্দিন ফারুক, শেখ মখলিছুর রহমান, হারিছ আহমেদ চৌধুরী, শাহ রাজিব আহমেদ রিংগন, মাহবুবুর রহমান মাহবুব, তাউছ মিয়া, মাহমুদুল হাসান, অলিউর রহমান মেম্বার, শফিকুল ইসলাম সফিক, শারফিন চৌধুরী রিয়াজ, হেলাল আহমেদ টিপু, মঞ্জুর উদ্দিন মঞ্জু, এনামুল হক চৌধুরী, এস এম মওলা, শাহজাহান মিয়া, পায়েল আহমেদ রিপন, মোস্তাফ আহমেদ, হোসাইন আহমেদ রানা, সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, তারেক আহমেদ, মহিবুর রহমান শাওন, হাবিবুর রহমান রিংকু, ইমরানুল হক ইমরান, রুমেল খান চৌধুরী, সজীব আহমেদ, মেহদি হাসান, সাইফুল আলম, এম এ হান্নান, এনামুল হক সায়েম, তানভীর হোসেন, রাজিব আহমেদ, দীন ইসলাম, অনিক রায়, সাইদুর রহমান কুটি, আবুল কালাম সুমন, মোঃ আলী, আব্দুল করিম, আব্দুল বারিক, হাফেজ ইমরান আহমেদ, মোঃ শাহিন ও আব্দুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন- মেয়র জি কে গউছ কিবরিয়া হত্যা মামলার সাথে জড়িত ছিলেন না। ওই সময় তিনি পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আররে অবস্থান করছিলেন। কিন্তু তারপরও ষড়যন্ত্রমুলক ও রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যে এই মামলায় অর্ন্তভূক্ত করা হয়। অবিলম্বে এই মামলা থেকে মেয়র জি কে গউছকে অব্যাহতি দিতে হবে। অন্যতায় কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।