ম্যানচেষ্টার (ইংল্যান্ড) প্রতিনিধি ॥ গত বুধবার বৃটেনের ম্যানচেস্টারের ওল্ডহাম শহরে স্থানীয় আয়ান রেস্তোরায় অনুষ্টিত হল “ওল্ডহ্যাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির প্রথম আলোচনা সভা। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওঃ তালেবুর রহমান। ওল্ডহাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জুনেদ হুসেন চৌধুরীর পরিচালনায় সভার সভাপতিত্ব করেন সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ হান্নান মিয়া। সমিতির ৩৩ সদস্যের বিশিষ্ট কমিটির প্রায় সবার উপস্থিতিতে নবীগঞ্জের এবং ওল্ডহামে বসবাসরত নবীগঞ্জবাসীর ভিবিন্ন সমস্যা আর কল্যাণ নিয়ে আলোচনা হয়। আলোচনা হয় কিভাবে নবীগঞ্জ এর জন্য সবাই মিলে কাজ করতে পারবেন প্রবাস থেকে। সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত কোষাধ্যক্ষ তাবিরুল ইসলাম হাবিব, বিশিষ্ট কমিটির সদস্য মোঃ আব্দুল আলী, আজিজুর রহমান চৌধুরী, শাহ আলী হায়দার, আকলিস মিয়া, দয়া মিয়া, গিয়াস উদ্দিন, মোঃ আলী ছালিক, জুনেদ আহমেদ, আলী জাহান, আব্দুল হক, তাজুল ইসলাম, অজুদ মিয়া ও হাম্মাদ চৌধুরী প্রমুখ। আর বক্তব্য রাখেন সংগঠনের নব-নির্বাচিত শিক্ষা সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী ইমরান। সভায় ইমরান আবেদন রাখেন এবারের শীতে ওল্ডহাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে নবীগঞ্জের গরিব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিলিয়ে দিতে যার জন্য সবাই সম্মতি দেন এবং ইমরানকে ধন্যবাদ জানান এই সুন্দর চিন্তাধারা ও আবেদনের জন্য। সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ১৪ ডিসেম্বর ২০১৪ রোববার ওল্ডহামের স্থানীয় ফেদারস্টল রোডের গ্র্যান্ড ভেন্যুতে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টান ও মহান বিজয় দিবস উদযাপন করা হবে। দুপুর ১২ ঘটিকায় শুরু হবে এই অনুষ্টান। অনুষ্টানে ওল্ডহামে বসবাসকারী হবিগঞ্জ জেলার সকল দাওয়াত করা হল।