আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা থেকে সোহেল মিয়া (১৮) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার সকালে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়া সোহেল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের কামরুল হাসানের ছেলে। এদিকে, সোহেলকে ধরে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর দুপুরের দিকে তিনটি চোরাই গরুসহ বাংলাদেশে অনুপ্রবেশকালে রাজকুমার শর্মা (৫৫) নামে এক ভারতীয়কে আটক করে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকার মোহনপুর গ্রামের লোকজন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-সকালে সোহেল নিজ কৃষি জমিতে কাজ করতে যায়। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের মোহনপুর সীমান্তের ১৯৫ ব্যাটালিয়ন বিএসএফ জোয়ানরা তাকে ধরে নিয়ে। এর কয়েক ঘন্টা পর দুপুরের দিকে ভারতের পশ্চিম ত্রিপুরার সিধাই এলাকার মোহনপুর সীমান্তের ১৯৯৩ নং পিলার দিয়ে চোরাই তিনটি গরুসহ বাংলাদেশে অনুপ্রবেশ করে রাজকুমার শর্মা নামে এক ভারতীয়। এ সময় মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তের মোহনপুর গ্রামের লোকজন তাকে আটক করে। পরে গ্রামবাসী তাকে ধর্মঘর বিজিবি ক্যাম্পের সুবেদার ওয়ারেছ হোসেনের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার মেজর তারিক মোহাম্মদ জানান-বাংলাদেশী সোহেলকে ফেরত আনার বিষয়ে বিএসএফ এর সঙ্গে আলোচনা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্টিত হবে। তিনি আরো জানান, বাংলাদেশী নাগরিক সোহেলকে বিএসএফ আটক করার পর ভারতীয় পুলিশের হাতে হস্তান্তর করায় আইনী প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে ফেরত দেয়া হবে।
এদিকে রাতে বিজিবি’র হাতে আটক রাজকুমার শর্মাকে বিএসএফ ১৯৫ ব্যাটালিয়ান কমান্ডার অনুজ সিতারা পাল এর নিকট হস্তান্তর করা হয়েছে।