নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বুধবার আসন্ন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে তার সভা কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা মিহীর কুমার রায়, বিজয় ভূষন রায়, অজিত কুমার দাশ, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান সুমন প্রমুখ। সভায় দিবসটি উদযাপনে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে উপ কমিটি গুলো স্বস্ব সভা করে দিবসটি উদযাপনের যাবতীয় ব্যবস্থা নিবে।