মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে গতকাল বুধবার সকালে চা-দিতে দেরী হওয়ায় অন্তঃসত্তা ভাবিকে মারধোর করে গুরুত্ব আহত করেছে ননদ ও তার সন্তানেরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ভাঙ্গারপাড় গ্রামের আব্দুল করিমের মেয়ে মৌসুমী আক্তার (২০)কে প্রায় ১ বছর আগে বিয়ে দেয় আন্দিউড়া গ্রামের আরিফ মিয়ার কাছে। বিয়ের পর আরিফ মিয়া স্ত্রীকে বাড়ীতে রেখে চাকুরীর সুবাদে যশোহর চলে যায়। আরিফ চলে যাওয়ার পর থেকে প্রায়ই তার বোন আনোয়ারা বেগম ও তার সন্তানেরা মৌসুমীকে শারিরিক ও মানসিক ভাবে নিযার্তন করতেন। গতকাল বুধবার সকালে আনোয়ারা মৌসুমীকে চা বানাতে বলে। মৌসুমী অন্তঃসত্তা হওয়ায় চা আনতে দেরী হওয়ায় আনোয়ারা ও তার মেয়ে আকলিমা মৌসুমীকে মারধোর শুরু করে। গুরুত্বর আহত অবস্থায় মৌসুমীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।