নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আলোচিত ৭৫ লাখ টাকার ব্রিফকেস রহস্যের নায়ক শাহীনকে আজ কোর্টে প্রেরণ করা হবে বলে একটি সূত্রে জানা গেছে।
এদিকে জনতা হাতে আটকের পর নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে। তাকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে সূত্রে জানায়। এদিকে গতকাল দিনভর শাহীনের দেয়া তথ্য অনুযায়ী তদন্তকরী কর্মকর্তা ডিবি’র ওসি মুক্তার হোসেন বিভিন্ন জায়গায় অভিযান চালান। সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে শাহীন একক এসময় একক তথ্য দিচ্ছে। তার দেওয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালালেও অনেকাংশেই বিফল হয়েছে।
উল্লেখ্য, ৭৫ লাখ টাকা সহ ব্রিফকেস রহস্যের মূল হুতা শাহিনকে গত সোমবার জনতা নবীগঞ্জ উপজেলার গহরপুরে তার শশুর বাড়িতে ঘুরা ফেরার সময় আটক করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই শাহজাহানের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।