চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে চুনারুঘাট-মাধবপুর সড়কের জাতীয় উদ্যানের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুনারুঘাট থেকে মাধবপুর যাওয়ার পথে সিএনজিটি সাতছড়ি জাতীয় উদ্যান নামক স্থানে পৌছুলে একটি গরুর সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুর্ঘটনাটি কবলিত হয়ে ৪জন আহত হয়। আহতরা হলেন-উপজেলার হাতুন্ডার গ্রামে আঃ কাদিরের পুত্র ডাইভার জুয়েল মিয়া (৩৫), একই গ্রামের হাবিব মিয়ার পুত্র সিএনজির ডাইভার নিপাই মিয়া (২০), গোয়াছপুর গ্রামের আঃ শহিদের পুত্র আঃ মালেক (৩০), পরাঝাড় গ্রামের ইয়াকুত মিয়ার পুত্র আক্তার মিয়া (১৮)। তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।