চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জসহ ৩জন বিভাগীয় পুলিশ পদক পেলেন। চুনারুঘাট থানায় মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও আইন শৃংখলা রক্ষায় ভূমিকা রাখায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, এসআই হারুন আল রশীদ ও এএসআই কবির উদ্দিনকে বিভাগীয় পর্যায় থেকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মাননা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এস এম মিজানুর রহমান।