নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির প্রধান উপদেষ্টা এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও পানিউন্দা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, সাধারণ সম্পাদক কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর, গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, বড় ভাকৈর (পূর্ব) ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ জাবেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নবীগঞ্জ জোনালের সহকারী ম্যানেজার আল মাহমুদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জমসেদুর রহমান, জাতীয় পার্টির উপজেলা সভাপতি ডাঃ আবুল খয়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন। সভায় আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রীর বিবিয়ানা গ্যাস ফিল্ড ও বিদ্যুৎ প্লান্টের উদ্বোধন বিষয়ে সার্বিক আলোচনা হয়। শহরের যানজট নিরসন, সাখোয়া বাজারে পুলিশ ক্যাম্প স্থাপন বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আগামী ১৭ নভেম্বর আরো একটি বিশেষ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।