মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় নেলসন ম্যান্ডেলা র্স্বন প্রদক দেয়া হয়েছে। সুপ্রীম কোটের বিজ্ঞ বিচারপতি মোঃ জয়নুল আবেদীন প্রধান অতিথি হিসাবে এ পদক প্রদান করেন। আলোর ভূবন মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার বিকালে বিচারপতি মোঃ সৈয়দ আবু কাওসার মোহাম্মদ দবিরুজামানের সভাপতিত্বে পদক বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি রেজাউল ষ্টালিন, বিশিষ্ট কবি ও ধর্ম গভেষক গোবিন্দ লাল সরকার।