প্রেস বিজ্ঞপ্তি ॥ পৌর তরুণলীগের ৪নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নাতিরাবাদ এলাকায় এ কমিটি গঠন করা হয়। পৌর তরুণলীগ যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম অপুর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক সুজন আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তরুণলীগের আহবায়ক মর্তুজ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর তরুণলীগ আহবায়ক এএসএম কবির আহমেদ, বাহার উদ্দিন, রুবেল চৌধুরী, কাউছার আহমেদ, মাহি চৌধুরী প্রমূখ।
এসময় সাব্বির আহমদেকে সভাপতি, দিপু রায়কে সাধারন সম্পাদক ও রায়হান আহমেদকে সাংগঠনিক করে ৪নং ওয়ার্ড পৌর তরুনলীগ কমিটি ঘোষনা করা হয়।