অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী বাবলুর বিবাহ অনুষ্টান গত রবিবার লন্ডনের অযে ষ্ট্রীটে প্যাভিলিয়নে অনুষ্টিত হয়েছে। হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার আবুল খায়ের চৌধুরী ও আজিজুন্নেসা চৌধুরী জাহানারার বড় ছেলে বাবলু ইতিমধ্যে লন্ডনে বার এট ল্ ডিগ্রী অর্জন করেছে। কনে আবুল কালাম শাফী ও মিসেস মজিদা বেগম শাফীর কন্যা ডাঃ নাজনীন পারভিন শাফী। বাবলু পুরান মুন্সেফীর বাসিন্দা, বানিয়াচং এর কাগাপাশা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম হাজী আঃ মোছাব্বির চৌধুরীর নাতী এবং বিশিষ্ট ব্যাংকার মাসুদ চৌধুরী, লন্ডনের বিশিষ্ট ব্যাবসায়ী, যুক্তরাজ্য হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আঃ মুকিত চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক লন্ডন প্রবাসী মারুফ চৌধুরী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মামুন চৌধুরীর ভাগ্নে। যুক্তরাজ্য হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহকারী আইন বিষয়ক সম্পাদক বাবলুর বিয়েতে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সহ বিপুল সংখ্যক হবিগঞ্জ লন্ডন প্রবসীরা অংশগ্রহন করেন।