প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ আগমন উপলক্ষে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরে আনন্দ মিছিল করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বের হওয়া আনন্দ মিছিলটির শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী বাজার চৌরাস্তা মোড়ে এক পথসভায় মিলিত হয়। পৌর আওয়ামী লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোতাচ্ছিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, পৌর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, কদ্দুছ মিয়া, সুজিত বণিক, মোঃ হিরাজ মিয়া, হাবিবুর রহমান খান, দুলাল সুত্রধর, মিজানুর রহমান মিজান, শেখ মামুন, আলমগীর সোহাগ প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন ভূইয়া, পিন্টু দাস, হাসানুজ্জামান বাচ্চু, হিমাংশু দাস, শহিদুল আলম সহিদ ও দুলাল মিয়া প্রমূখ।
সভায় বক্তারা আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল ও সার্থক করতে হবিগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।