স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা শিউলি রাণী দাসকে অঞ্জনা হত্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবিতে হবিগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট গতকাল স্মারকলিপি দিয়েছেন জেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, গত ১৬ আগষ্ট নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘটিত অঞ্জনা হত্যা মামলায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা শিউলী রাণী দাসকে অহেতুক ভাবে ষড়যন্ত্রমুলক ভাবে আসামী করে হয়রানি করা হচ্ছে। প্রকৃতপক্ষে তিনি হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফীর বাসায় দীর্ঘদিন ধরে বসাবাস করে আসছেন। তার কনিষ্ঠ সন্তান সৈকত কান্তি দেব হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। তার বড় ছেলে উক্ত বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে (মেধাবৃত্তিসহ) বর্তমানে সে জালালবাদ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত। গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে তিনি অংশ গ্রহন করেন। যাহার প্রমাণপত্রও রয়েছে। এ ঘটনা সংঘঠিত হওয়ার ১৬ আগষ্ট তিনি কর্মস্থলে উপস্থিত ছিলেন। উক্ত মামলায় শিউলী রাণী দাসকে ষড়যন্ত্রমুলক আসামী করে হয়রানি করা হচ্ছে। এ বিষয়টি কোমলমতি শিক্ষার্থীদের মনেও প্রভাব ফেলতে পারে। শিক্ষার্থীদের পাঠ দানের স্বার্থে এবং শিক্ষক সমাজের প্রতি সহানুভূতি প্রদর্শন করে তাকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য আহ্বান জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা বাশিস এর সহ-সভাপতি কাজী মোঃ কামাল উদ্দিন, সচিব ও হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আবুল লেইছ, মতিউর রহমান, জহিরুল ইসলাম, মতিউর রহমান প্রমুখ।