স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ পৌর এলাকার দানিয়ালপুর নীলরতন কুড়ির ক্রয়কৃত জায়গা তার ভাগ্নেরা দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নীলরতন বাদি হয়ে সুকমল কুড়ি, সুমন কুড়ি, সুবির কুড়ি গংদের আসামী করে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানাযায়, হবিগঞ্জ পৌর এলাকার দানিয়ালপুরে নীলরত কুড়ি ক্রয়কৃত জায়গা দখল করে নিয়ে যেতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলা নং ১০৬২/১৪ইং। পরে আদালত হবিগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন এবং আইন শৃংখলা বজায় রাখার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। এ আদেশের প্রেক্ষিতে হবিগঞ্জ সদর থানার এ এস আই নুরে আলম সুদ্দিকী ঘটনাস্থল পরির্দশন করেন। এবং মামলা রায় না হওয়ার আগ পর্যন্ত নালিশী ভুমিতে কোনরূপ দখল জোর দস্তি না করার জন্য বিবাদীদেরকে নির্দেশ দেন। এবং উক্ত নালিশী ভুমিতে ১৪৪ দারা জারি করা হয়।