শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জে ঘরে ঘরে গ্যাসের দাবীতে ফুসে উঠেছে জনতা ॥ দাবী আদায়ে মানববন্ধনসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪
  • ৩৪৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের দীঘলবাকে অবস্থিত বিবিয়ানা গ্যাস কুপ থেকে ঘরে ঘরে গ্যাসের দাবীতে ফুঁসে উঠেছে ইউনিয়নবাসী। এক দফা দাবী নিয়ে দীঘলবাক ইউনিয়নবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনের ঘোষনা দিয়েছেন। এ ব্যাপারে গঠিত হয়েছে বিবিয়ানা নাগরিক সমাজ। গতকাল সোমবার বিকালে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও সাইন বোর্ড বাজারে বিবিয়ানা নাগরিক সমাজের উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্টিত হয়েছে। নাগরিক সমাজের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক রনি ও সুজাত মিয়া চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিয়ানায় গ্যাস বাস্তবায়ন কমিটির সভাপতি এডভোকেট শাহাজান সিরাজ, নুরগাওঁ মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ হোসাইন আহমদ নুরী ও সমাজ সেবক আনকার খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও আওয়ামীলীগ নেত্রী নীলোফা ইসলাম, ফজলুর রহমান চৌধুরী, গোলজার মিয়া, আমিনুল হক শামীম, ফখরুল ইসলাম, তজমূল হক, যুবনেতা শাহীন আহমদ, প্রবাসী বাবলু চৌধুরী, ছাত্রলীগ সভাপতি সাজু আহমদ প্রমূখ। সমাবেশে বক্তাগণ বলেন, এশিয়ার বৃহত্তম গ্যাস কুপ দীঘলবাক ইউনিয়নে অবস্থিত। এখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু ওই অঞ্চলের মানুষ গ্যাস ব্যবহার থেকে বঞ্চিত। সরকারের এই বৈরী আচরণ মেনে নেয়া যায় না। তারা আরো বলেন, দীর্ঘদিন যাবৎ দীঘলবাকের ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবী জানালেও সরকার ও কর্তৃপক্ষ এ দাবীর প্রতি উদাসিন। তাই এলাকাবাসীর ন্যায্য দাবী না মানা পর্যন্ত ইউনিয়ন বাসী ঘরে ফিরে যাবে না। প্রয়োজনে কঠোর কর্মসূচী দেয়া হবে। নাগরিক সমাজের নেতৃবৃন্দ জানান, আগামী ১৬ নভেম্বর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গ্যাসের দাবীতে পরবর্তী কর্মসূচি জানানো হবে। কোন কোন দাবী নিয়ে কি কর্মসুচী থাকতে পারে প্রশ্নের জবাবে তারা বলেন, আর কোন দাবী বা বক্তব্য নয় এক দফা, এক দাবী দীঘলবাক ইউনিয়নের ঘরে ঘরে গ্যাস চাই। এবং দাবী না মানা পর্যন্ত মানববন্ধন, অবরোধসহ কঠোর কর্র্মসুচী দেয়া হবে। এ সব কর্মসূচী বাস্তবায়নের জন্য দলমতের উর্ধে উঠে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রয়োজনে হাতে ঝাড়– নিয়ে মহিলারাও রাজপথে নেমে আসতে কুন্ঠাবোধ করবো না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com