প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ও পরিচালকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার রাতে হবিগঞ্জ জেলা বস্ত্র সমিতির কার্যালয়ে হবিগঞ্জ জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান লেবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ’র পরিচালনায় সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, মিজানুর রহমান শামীম, অজেয় বিক্রম দাশ শিবু, মিজানুর রহমান, ডাঃ আহমুদুুর রহমান আবদাল, দুলাল সুত্রধর, ফখরুল আলম বাবুল, নাসির উদ্দিন, এন এম ফজলে রাসেল, কায়সার আহমেদ চৌধুরী জনি, জয়নাল আবেদিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজন বিহারী ভৌমিক, শংকর দাশ, মিহির লাল দাশ সবুজ, জুয়েল আহমেদ, মুহিতোষ দাশ, লিমন আহমেদ, লুৎফর রহমান তাহির, স্বপন কুমার মজুমদার, মাকসুদুর রহমান উজ্জল, ডাঃ বঙ্ক বিহারী সরকার দুলু, কিতেন্দ্র রায়, দ্বীপক সরকার, সুমন মৃধা ও দেলোয়ার হোসেন দিলু প্রমূখ।