স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে জলিল মিয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ৫ গ্রামবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় শহরতলীর মাছুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
বিশিষ্ট মুরুব্বী আলাই মিয়ার সভাপতিত্বে ও হাজী আব্দুল হেকিমের পরিচালনায় সভায় বক্তারা অভিযুক্ত একই এলাকার ইদ্রিস মিয়ার পুত্র নূর মিয়া, জুয়েল মিয়াসহ অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার দিকে শায়েস্তানগর এলাকার মাছুলিয়া গ্রামের লাল মিয়ার পুত্র জলিল মিয়াকে (৩৫) একই এলাকার ইদ্রিস মিয়ার পুত্র নূর মিয়া, জুয়েল মিয়াসহ ৪/৫জন দুর্বৃত্ত কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে স্থানীয় লোকজন থাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে।