প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডক্টরস ডায়াগষ্টিক সেন্টার নবীগঞ্জ, হবিগঞ্জের ১০ম প্রতিষ্টাবার্ষিকী অত্যন্ত জাকজমকপূর্ণ ভাবে মরিয়ম সুপার মার্কেটে অনুষ্টিত হয়। ডক্টরস ডায়াগষ্টিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব ছাব্বির আহমদ চৌধুরী সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ সুকেশ চন্দ্র দাশ, ডাঃ অজিত চন্দ্র রায় (ডেপুটি সিভিল সার্জন), ডাঃ নগেন্দ্র কুমার দাশ, অজিত কুমার দাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-ডাঃ গোলাম মহিউদ্দিন, ডাঃ সাইফুর রহমান সাগর, ডাঃ চম্পক কিশোর সাহা, ডাঃ রিয়াদ হাসান, ডাঃ ইফতেখার হোসেন, চৌঃ, ডাঃ বিপ্লব কুমার দাশ, ডাঃ সুস্মিতা ঘোষ, ডাঃ কাজল নাথ, ডাঃ মৃনাল কান্তি দাশ, ডাঃ আজিজুর রহমান, ডাঃ ফরিদ উদ্দিন, ডাঃ রঞ্জু রায়, পরিচালক বিধান ধর, শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য্য, দিলীপ আচায্য, ষ্টাফ ম্যানেজার সীতাংশু দাশ, আমিনুল ইসলাম জুমন, বাবুল চত্রবর্তী, পান্না দেব, প্রদীপ সরকার, পল্লব দাশ, অসিম দাশ, খালেদ হাসান, রবিন, মজিদ মিয়া, গীতা দাশ, প্রমুখ্য, উপস্থিত সুধী বৃন্দ ডক্টরস ডায়াগষ্টিক সেন্টারের রিপোর্টের ফলাফলের ভূয়সী প্রশংসা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুর ইসলাম জুমন ও গীতা থেকে পাঠ করেন ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল।