কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট-২ এর ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ দিপু। গতকাল বিকেলে বিবিয়ানার গ্যাস দিয়ে উৎপাদিত ওই প্ল্যান্ট আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধনের পর জাতীয় গ্রীডে যুক্ত হবে ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ। সামিট সূত্রে প্রকাশ, ২০১৩ সালের জানুয়ারী মাসে উপজেলার পারকুল-বনগাঁও এলাকায় সামিট গ্র“প বিবিয়ানা-২ এর কাজ শুরু করে। বর্তমানে ওই প্রকল্পের কার্যক্রম সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ জেলায় বিদ্যুতের ঘাটতি লাঘবে ৫শ ৫৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। উৎপাদিত বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতিদিন প্রায় ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজনীয়তা রয়েছে। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে সংযোগ স্থাপিত না হওয়ায় আনুষ্ঠানিকতায় বিলম্ব হয়। এনিয়ে সামিট বিবিয়ানা-২ এর প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম বলেন, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রকল্পের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সাথে হবিগঞ্জ ও সিলেটের ৫ এমপিসহ দলীয় নেতা কর্মী ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মন্ত্রী শেভরন বাংলাদেশের নিজস্ব সি-প্লেনযোগে বিবিয়ানা গ্যাস ফিল্ডের পার্শ্বে কুশিয়ারা নদীতে অবতরণ করেন। এসময় শেভরন বাংলাদেশের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এর পর বিশাল গাড়ি বহর নিয়ে মন্ত্রী বিবিয়ানা গ্যাস ফিল্ডের ভিতরে যান। সেখানে শেভরন বাংলাদেশ কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা-উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টির নেতবৃন্দ, নবীগঞ্জে সিনিয়র সাংবাদিক নেতবৃন্দ ও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে কয়েক দফা মত বিনিময় করেন। মত বিনিময় সভা শেষে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিং দেন। এসময়ের নবীগঞ্জের ঘরে ঘরে বিবিয়ানার গ্যাস দাবী তুলে ধরা হলে তিনি এ প্রশ্নকে পাশ কাটিয়ে বলেন, নবীগঞ্জে জ্বালানী সংকট দূর করার জন্য ইতিমধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি আজকের মতবিনিময় সভায় নবীগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ৪০ কি. মি. বিদ্যুৎ বরাদ্দ দিয়েছি। তিনি বলেন, যে এলাকায় গ্যাস রয়েছে সে এলাকার দাবী যুক্তিসংগত। প্রধান মন্ত্রীর সফর সম্পর্কে তিনি কোন মন্তব্য না করে বলেন, নবীগঞ্জবাসীর দাবী প্রধান মন্ত্রীর সুনজরে রয়েছে। বিবিয়ানা গ্যাস ফিল্ডের মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য এড. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী, সিলেট-২ আসনের সংসদ সদস্য জাপা নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়া, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সিলেট ও হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এমপি এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পেট্রো বাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ, জ্বালানী সচিব মনোয়ার ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানী বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ, পিডিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুক আল বেরুনী, হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী উপস্থিত ছিলেন।