স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর কাকিয়ারআব্দা, পূর্ব মাহমুদাবাদ ও এড়ালিয়া গ্রামবাসীর কবরস্থান দীর্ঘদিন পর দখলমুক্ত করা হয়েছে। গতকাল সকাল ১১ টার দিকে পুলিশের সহযোগিতায় কবরস্থানটি দখলমুক্ত করা হয়। এলাকাবাসী জানান, ৩ গ্রামবাসীর এ কবরস্থানটি দীর্ঘদিন ধরে কয়েকজনের দখলে ছিল। ৩ গ্রামের লোকজন চেষ্টা করেও তা দখলমুক্ত করতে পারেননি। দখলদাররা লোকজনদের কোর ধরণের পাত্তাই দেয়নি। শেষ পর্যন্ত পুলিশ সুপার বরাবরে কবরস্থানটি দখলমুক্ত করার জন্য গ্রামগুলোর লোকজন লিখিত আবেদন করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য হবিগঞ্জ থানার ওসিকে নির্দেম দেন পুলিশ সুপার। পরে ৩ গ্রামের লোকজন সংসদ সদষ্য এডভোকেট আবু জাহিরের সাথে দেখা করেন। তিনিও ওসিকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে ওসি নাজিম উদ্দিন উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। এতে সভাপতিত্ব করেন পইল ইউপি চেয়ারম্যান সাহেব আলী। এতে বক্তব্য রাখেন, শামীম আহেমদ, মেম্বার আনছব আলী, মেম্বার ইদ্রিছ আলী,মোঃ ছানু মিয়া, সাবেক মেম্বার বাচ্চু মিয়া,বাবুল মিয়া,ফারুক মিয়া, কবির আহমেদ,হায়দর মিয়া,মিলন মিয়া,আরফোজ মিয়া,ফুল মিয়া,শহিদ মিয়া প্রমূখ। আলোচনার সিদ্ধান্ত মোতাবেক গতকাল পুলিশের সহযোগীতায় কবরস্থানটি দখলমুক্ত হয়। কবরস্থান দখলমুক্ত করার সময় এস.আই ইন্দ্রনীল ভট্রাচার্য্য উপস্থিত ছিলেন।