মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে এক মাতালকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
পুলিশ সূত্রে জানা যায়-শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাসট্যান্ড এলাকা থেকে থানার এসআই সামস্-ই-তাব্রীজ মদ খেয়ে মাতলামি করার অভিযোগে বারচান্দুরা গ্রামের রোস্তম আলীর ছেলে মানিক মিয়া (৩৫)কে আটক করে। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে তার আত্মীয়-স্বজন জরিমানার টাকা পরিশোধ করলে মানিক মিয়াকে ছেড়ে দেয়া হয়।