আবুল কাশেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকা থেকে সুজন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ২০০৩ সালের ১৮ মার্চ ওই গ্রামের আওয়ামীলীগ নেতা সামছুল আলম লিয়াকত ও আবুল কালামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ছাবু মিয়া নামে এক যুবক মারা যায়। পরে এ ঘটনায় লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে লাখাই থানা পুলিশ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পশ্বিম বুল্লা বাজার থেকে ওই মামলা ২নং আসামী সুজন মিয়াকে গ্রেফতার করা হয়।