প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে এনজিও সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ১শত ২০ জন কৃষাণী সদস্য’র প্রত্যেককে ৬কেজি করে বিআর ২৮ জাতীয় ধান বীজ দেয়া হয়েছে। গতকাল বিকালে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্স মিলনায়তনে সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বীজ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিও কলিম উদ্দিন ফকির। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার মোঃ আব্দুর রশিদ, এফএফ আশেকুল হক, দৈনিক সমকাল বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন।
আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের কৃষাণী সমিতির ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পির ৪২ জন, ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউ.পির ৩১ জন, শিবপাশা ইউ.পির ২৫ জন ও জলসুখা ইউ.পির ২২জন কৃষাণী সদস্যদের মাঝে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ প্রত্যেককে ৬ কেজি বিআর ২৮ জাতীয় ধান বীজ বিতরণ করেন ।