প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের শাহবাজপুর গ্রামের তরুণ সমাজ সেবক ও রাজনীতিবীদ আব্দুল গফুর চৌধুরীর যুক্তরাজ্য গমন উপলক্ষে আউশকান্দিতে বন্ধুমহল কর্তৃক বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়। গতকাল শনিবার সন্ধ্যা রাতে আউশকান্দি মাদ্্রাসা পয়েন্টে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল গফুর চৌধুরীকে ক্রেষ্ট প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল করিম, শফিকুর রহমান সাজু, জুবায়ের আহমেদ, গিয়াস উদ্দিন, সাইদুল আলম রুমেল, আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সম্ভাব্য সদস্য পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি সময় স্বল্পতার কারণে আত্মিয় স্বজন ও অনেক শুভাকাংখিদের সাথে দেখা স্বাক্ষাত ও যোগাযোগ করতে না পেরে দুঃখ প্রকাশ করে, সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন। আজ রবিবার সকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি দেশত্যাগ করবেন।