স্টাফ রিপোর্টার ॥ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী আইনজীবি পরিষদের নব নির্বাচিত নেতবৃন্দ। গতকাল সন্ধ্যায় নব-নির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল মোছাব্বির ও সাধারণ সম্পাদক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোর নেতৃত্বে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ ও আওয়ামী ও সদস্য এডভোকেট আব্দুল আওয়াল দুদুসহ শতাধিক আইনজীবি উপস্থিত ছিলেন।