নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুরস্থ লোকনাথ সেবা আশ্রমে বিভিন্ন অনুষ্টানমালা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী বার্ষিক গীতা যজ্ঞ উৎসব গত শুক্রবার সম্পন্ন হয়েছে। গীতাযজ্ঞ উৎসব কমিটির সভাপতি অসিত বরন পালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশের পরিচালনায় এবং চট্রগ্রাম সীতাকুন্ডের শংকর মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনান্দ গিরি মহারাজের পৌরহিত্যে যজ্ঞানুষ্টানে পাঠ করেন স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, স্বামী সজলানন্দ গিরি মহারাজ, রুপকানন্দ ব্রম্মচারী, রামানন্দ ব্রম্মচারী মহারাজ, তাপসানন্দ ব্রম্মচারী মহারাজ, বিজ্ঞানান্দ ব্রম্মচারী, বিমলানন্দ মহারাজ প্রমূখ। অনুষ্টানমালা পরিদর্শন করেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর কাউন্সিলর ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমানসহ বিণিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ।