বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের রশিদপুর চা বাগানে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১টায় রশিদপুর নাটমন্দিরে এক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন-এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এম এ মুনিম চৌধুরী এমপি, জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, শাহনেওয়াজ মিল্লাদ গাজী প্রমুখ। সভা শেষে রশিদপুর চা শ্রমিক ও পার্শ্ববর্তী গ্রামবাসীর মাঝে সৃষ্ট সংঘর্ষে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ-এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়। মোট ৩৫জন শ্রমিকের মাঝে দুই লক্ষ টাকা বিতরণ করা হয়।