শাহ্ মোঃ আলমগীর (সোহাগ) হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল পৌর আওয়ামীলীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে তাকে এ দায়িত্ব দেয়া হয়। এর আগে পৌর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় এবং জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের পরামর্শে সর্বসম্মতিক্রমে এই সংগঠনের সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়।
উল্লেখ্য, শাহ্ মোঃ আলমগীর সোহাগ (এলএলবি), হবিগঞ্জ শায়েস্তানগর এলাকার মরহুম ইঞ্জিনিয়ার শাহ্ মোঃ আব্দুল হাই এর প্রথম পুত্র এবং শায়েস্তানগর বাজারে অবস্থিত হাই টাওয়ার মার্কেটের সত্ত্বাধিকারী। বিজ্ঞপ্তি