নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নুরুল ইসলামকে (৫৪) বিবস্ত্র করে হাত পা বেধে নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করার সময় পুলিশকে সহযোগীতা করতে গিয়ে ঘটনার শিকার নুরুল ইসলামের ৩ ভাতিজাকে থানা হাজতবাস করতে হয়েছে। তবে মূল ঘটনাকারীদের আটক করতে পারেনি পুলিশ। থানা হাজতবাসকারী ৩ ভাতিজা হচ্ছেন-শোয়েব মিয়া (২৫), মোশাহিদ মিয়া (৩২) ও শিপু মিয়া (২৬)। নুরুল ইসলামের বাড়ি নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে।
গত বুধবার রাত ৮টার দিকে নুরুল ইসলাম চাল আনার জন্য গ্রামের একটি দোকানে যান। চাল কিনে বাড়ি ফেরার সময় অঞ্জন পুরকায়স্থ এর বাড়ি সংলগ্ন পৌছুলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কতিপয় দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদড়ক মারপিট করে পড়নের লুঙ্গি দিয়ে হাত পা বেধে বিবস্ত্র অবস্থায় খালের কাদায় ফেলে রাখে। রাত ৩ টার দিকে খালের পার্শ্ববর্তী বাড়ির রোকিয়া বেগম নামে এক মহিলা প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে গরগর শব্দ শুনে বাড়ির লোকদের জেগে তুলে ঘটনা জানান। লোকজন ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এ সময় পড়নের লুঙ্গি দিয়ে হাত-পা বাধা ছিল। পরে তাকে নবীগঞ্জ হাসপাতাল নিয়ে যান। প্রায় ১০ ঘন্টা পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নুরুল ইসলামের জ্ঞান ফিরে আসলে ঘটনার বর্ণনা দেন এবং জড়িতদের নাম প্রকাশ করেন। এ ঘটনায় নুরুল ইসলামের চাচাতো ভাই জাহির আলী থানায় অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার রাতে তার দেয়া বর্ণনা মতে আসামীদের গ্রেফতারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি আচঁ করতে পেরে অভিযুক্তরা পালিয়ে রামপুর গ্রামের দিকে চলে যায়। এসময় নুরুল ইসলামের স্বজনরা পিছু ধাওয়া করে রামপুর গ্রামে গেলে গ্রামের লোকজন নুরুল ইসলামের ৩ ভাতিজা শোয়েব মিয়া (২৫), মোশাহিদ মিয়া (৩২) ও শিপু মিয়া (২৬)কে আটক করে পুলিশে সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ৩ জন থানা হাজতে ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ বিষয়টি আপোষে মিমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।
নুরুল ইসলামের বর্ণনা, স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে একই গ্রামের মনর উদ্দিনসহ আরো কয়েকজনের সাথে নুরুল ইসলামের পূর্ব বিরোধ চলে আসছিল। নারীঘটিত কারণে মনর উদ্দিনকে নুরুল ইসলাম তার বাড়িতে যেতে নিষেধ করেন। এ নিয়ে বিরোধের সূত্রপাত হয়। উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে। এর জের ধরেই নুরুল ইসলামের উপর পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে।