বাহুবল প্রতিনিধি ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দু’দিনের সফরে স্বপরিবারে বাহুবল এসেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা পৌণে ১টায় সেনাবাহিনীর একটি হেলিকাপ্টারযোগে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের পাহাড়ি এলাকায় সদ্যপ্রতিষ্ঠিত ‘দি প্যালেস লাক্সারী রিসোর্ট’-এ পৌঁছান। গতকাল ওই রিসোর্টে অবকাশ যাপন করবেন। আজ শুক্রবার বেলা ১১টায় তিনি বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবার কথা রয়েছে। মতবিনিময় শেষে তিনি দি প্যালেস লাক্সারী রিসোর্ট-এ ফিরে জুম্মার নামাজ আদায় ও মধ্যাহ্নভোজন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।