স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার শায়েস্তানগরে জলিল মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল রাত ৮টার দিকে শহরের পইলে রোডের ব্লুার্ড কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, শহরের মাছুলিয়া এলাকার লাল মিয়ার ছেলে জলিল মিয়ার সাথে একই এলাকার জুয়েল, ইসমাঈল, নুর মিয়া, ইদ্রিছ মিয়া ও তার লোকজনের সাথে ফুটবল খেলা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল রাতে জলিল মিয়ার উপর হামলা চালায় উল্লেখিতরা। পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।