বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাক চাপায় দুই সবজি বিক্রেতা নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের উপজেলার চক-সুখচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাহুবল উপজেলার সম্ভপুর গ্রামের সুন্দর আলী ও একই উপজেলার গুচ্ছপুর গ্রামের শুকুর আলী।
পুলিশ সূত্রে জানা যায়, সুন্দর আলী ও শুকুর আলী বাড়ি থেকে ভ্যানে করে সবজি নিয়ে বাহুবল বাজারে যাচ্চিল। পথিমধ্যে চক-সুখচর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সুন্দর আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শুকুর আলী মারা যায়।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা এক ঘন্টা মহাসড়ক বন্ধ করে রাখে।